সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ধানের শীষের প্রচার মিছিল ও রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ


প্রকাশ :

রংপুরে ধানের শীষের প্রচার মিছিল ও রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য ও ড্যাব নেতা ডা. নিখিল চন্দ্র গুহ।

বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হোসেন সুমনসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সাধারণ মানুষের চাওয়া একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে সংসদে পাঠানো। যার নামে কোনো মামলা বা চাঁদাবাজির অভিযোগ নেই, যিনি সাধারণ মানুষের বিপদ-আপদে সর্বদা পাশে থাকেন। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ফ্যাসিস্ট সরকারের আমলে তার ১০ বছরের কারাদণ্ড হয়েছিল। তিনি জেল-জুলুম, নির্যাতন ভোগ করার পরও দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন। নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থেকেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে যেন রংপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী করা হয়, এই দাবি কেন্দ্রের প্রতি জানানো হয়।

এরপর ব্যানার-ফেস্টুন ও বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে সহস্রাধিক নেতাকর্মী বাদ্যযন্ত্রের তালে তালে প্রচার মিছিলে অংশ নেন। মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড় থেকে সালেক পাম্প, প্রেসক্লাব, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় পথচারীসহ নগরীর ব্যবসায়ীদের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।