তিনি বলেন, “আগামী প্রজন্ম হিসেবে বর্তমান শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে রংপুরের উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার।”
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর কারমাইকেল কলেজের শহীদ মিনারে মহানগর ছাত্রশিবিরের আয়োজনে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ ও বিভাগীয় পর্যায়ে স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং বর্তমান সভাপতি আবু সুফিয়ান।
কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, রংপুর অঞ্চলের জনপ্রতিনিধিরা নেতৃত্বের সুযোগ পেলেও অনেকে নিজেদের স্বার্থে রাজনীতি করেছেন, প্রকৃত উন্নয়নের রাজনীতি করেননি। এ কারণেই রংপুর দেশের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে পড়েছে।
তিনি বলেন, কারমাইকেল কলেজ ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে অনেক গুণী ব্যক্তি দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন। বর্তমান শিক্ষার্থীদেরও সেই ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের গড়ে তুলতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং দেশের জন্য দায়িত্ব নিতে প্রস্তুত হতে হবে।