লালমনিরহাটে জেলা পুলিশ পরিচালিত এক বিশেষ অভিযানে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর নির্দেশনায় ২৬ অক্টোবর হাতীবান্ধা থানা পুলিশ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাতীবান্ধা থানাধীন গেন্দুকুড়ি মৌজাস্থ মোঃ বাবলু ইসলাম (৪১)-এর বসতবাড়ীর আঙিনার পাশে হাঁসের খোয়ায় গোপন অবস্থায় মাদকদ্রব্য রাখা ছিল।
অভিযানকারীরা ঘটনাস্থল থেকে ৩ কেজি গাঁজা এবং এক মাদক কারবারি মোঃ শাহাবুল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করেন। ধৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।