সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগরোধে সীমান্তে বাড়তি সতর্কতা


প্রকাশ :

ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগ রোধ করতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে চেকপোস্টে কড়া নজরদারি শুরু হয়।

সূত্র জানিয়েছে, এই পথ দিয়ে যাত্রী চলাচলকালে তাদের ছবি হত্যা মামলার আসামিদের তালিকা ও ছবির সঙ্গে মিলিয়ে যাচাই করা হচ্ছে। পাসপোর্ট দেখানোর পরই অনুমতি দেওয়া হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে এই পথে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সতর্কতা বাড়িয়েছি। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেকপোস্টে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’