সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মালয়েশিয়ায় নেমেই নাচলেন ট্রাম্প, ভিডিওতে মাতামাতি অনলাইনে


প্রকাশ :

মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে স্থানীয় শিল্পীরা যখন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছিলেন, তখন হঠাৎ তাদের সঙ্গে তাল মিলিয়ে নাচে যোগ দেন ট্রাম্প।

তার পরিচিত ‘ফিস্ট-পাম্পিং’ ভঙ্গিতে করা সেই নাচের দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয় এবং অনলাইন জগতে ব্যাপক আলোচনা তৈরি করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে হোয়াইট হাউসও মন্তব্য করেছে। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি প্রকাশ করেন।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করেন ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ট্রাম্পের সফরের সূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি হচ্ছে।

নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট পিস ডিল আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।”

সূত্র: আল জাজিরা