সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরেপাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশ :

রংপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জারি ও নভেম্বরের মধ্যেই গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর টাউনহল মাঠ থেকে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল বেরহয়ে শাপলা চত্ত্বরে এসে সমাবেশ করে। মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দলটির কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল। বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজীসহ নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের ছাত্র-জনতার ওপর হামলা করলো, হত্যা করলো সেই আওয়ামীলীগকে ছাড়া নাকি নির্বাচন হবে না। দোসর জাতীয়পার্টি এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে সংসার করেছেবলে তাদের মায়া ছাড়তে পারছে না। এই জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, জাতীয় নির্বাচনের সাথে সরকার গণভোটের আয়োজন করতে চায়, যা কখনও জামায়াতে ইসলামী মেনে নেবে  না। নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। সেই পতিত আওয়ামী সরকারের মতো যাতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম এই দেশে না হয় সে জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। দেশের মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়,তাই সরকার নির্দিষ্ট কোন দলকে সুবিধা দিতে গিয়ে জনগণের বিপক্ষে গেলে দেশের মানুষ তা প্রতিহত করতে আবারও মাঠে নামবে।


বিএনপিকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আমরা বিএনপিকে রাজনৈতিক বন্ধু মনে করি। কিন্তু তারা তাদের কর্মকাণ্ডে আমাদের শত্রুতে পরিণত হচ্ছে। তারা যে ভাবে জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মসূচিতে হামলা চালিয়েছে, আমাদের মহিলা কর্মীদের ওপর হামলা চালিয়েছে, আমরা মনে করি দেশে নব্য ফ্যাসিস্টের জন্ম হতে চলেছে। সন্ত্রাস ও রাজনীতি কখনও এক সাথে হতে পারে না। বিএনপি’র এমন সন্ত্রাসী মূলক কার্যক্রম বন্ধ করে শুদ্ধ রাজনীতির চর্চাকরা প্রয়োজন।