রংপুর চিড়িয়াখানার শিশু পার্কে ট্রেনের নিচে চাপা পড়ে এক অজ্ঞাত শিশুর (৭) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই শিশু তার বাবা-মার সঙ্গে পার্কে ঘুরতে আসে। অসাবধানতাবশত চলন্ত ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শিশুটির বাবা লাশ নিয়ে চলে যান। তাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুরে শিশু পার্কে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে শিশুটির পরিচয় এখনো জানা যায়নি।