বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কমির উদ্দিন পাবলিক হাইস্কুল মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী–কালীগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, সাপ্টীবাড়ী ইউপি সদস্য আব্দুল খালেক, আদিতমারী উপজেলা কৃষক দলের আহ্বায়ক শরিফুল হক মিঠু, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ রুবেল, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিয়ার রহমান মতিন এবং আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম প্রমুখ।
জনসভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপির দুর্দিনে মামলা–হামলার ভয় উপেক্ষা করে নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিটি নির্বাচনে আমাকে জোর করে পরাজিত করা হয়েছে। এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। সময় এসেছে—আপনারা ঐক্যবদ্ধ হয়ে ২০২৬ সালের সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।”
এর আগে জনসভায় সনাতন ধর্মাবলম্বী তিন শতাধিক ব্যক্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী রোকন উদ্দিন বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।