সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কুড়িগ্রামে ষাটোর্ধ বৃদ্ধাকে ঘর দিলেন মানবিক সংগঠন ‎‘আর্ন এন্ড লিভ’


প্রকাশ :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় তিন সন্তানের জননী ষাটোর্ধ বৃদ্ধার বসবাসের জন্য নতুন করে ঘর করে দিলেন আর্ন এন্ড লিভ নামের একটি মানবিক সংগঠন।

‎বৃহস্পতিবার(২৩অক্টোবর)সকালে ঘর নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে তা বুঝিয়ে দেওয়া হয় হতদরিদ্র কছিরন বেওয়াকে। নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা তিনি।

আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াছমিন জেসির অর্থায়নে সংগঠনটির স্বেচ্ছাসেবকের তদারকির মাধ্যমে সুসম্পন্ন হয় একটি পরিপূর্ণ দুটি কক্ষের নতুনঘর,একটি রান্নাঘর ও টয়লেট স্থাপন করা হয়েছে। 

‎নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কছিরন বেওয়া বলেন, একটি থাকার মতো ঘরও আমার ছিল না। আজ যারা আমাকে ঘর দিয়েছেন, তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। দোয়া করি, যারা এই কাজ করেছেন, আল্লাহ যেন তাদের আরও ভালো কাজ করার তৌফিক দেন।

জানাগেছে,তিনি বহুদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন,স্বামী মারা যাওয়ার পরে বহুদিন মানবতের জীবনযাপন করেন কছিরন বেওয়া। দু’মুঠো ভাতের জন্য প্রতিদিনই হাত পাততে হতো মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছেন তিনি।

কছিরন বেওয়ার দুই মেয়ে এক ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছেন।সংসারে রয়েছে মানষিক প্রতিবন্ধী ছেলে ও ছোট মেয়েকে নিয়ে একটি ভাঙা ঘরের কোণে অসুস্থ অবস্থায় কাটাচ্ছিলেন দিনরাত।

‎এমন করুণ চিত্র ‘আর্ন এন্ড লিভ’র এক সদস্যের দৃষ্টি গোচর হলে অবগত করে সংগঠনের প্রতিষ্ঠাতাকে।কছিরন বেওয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাগদাহ গ্রামের বাসিন্দা।

‎ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী আতাউর রহমান, আব্দুল আউয়াল,মোহাম্মদ আলী, নাঈম হাসান,মো:আরিফু ইসলাম,মো:,আজিজ,মো:তারেক খান,সালাম হোসাইন,লিমা