ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ রোগে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৫৯ জনে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮০৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৫ জন, ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে বরিশালে ১১২, চট্টগ্রামে ৯৭, খুলনা ও ময়মনসিংহে ৪৯ করে, রাজশাহীতে ৩৭, রংপুরে ১৭ ও সিলেটে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৬৩ হাজার ১৭০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।