রংপুরে বৈষম্যবিরোধী তিনটি হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি রংপুরের ২নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম তুহিনকে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নগরীর কেরামতিয়া মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক পিপি জাহাঙ্গীর আলম তুহিনকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী সময়ে সংঘটিত তিনটি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়া হবে।