সিলেটের জৈন্তাপুর উপজেলার সাবরী নদী থেকে একটি রাইফেল, ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাউরভাগ মৌল্লিফৌদ এলাকায় নদী থেকে অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় স্থানীয় কিশোর তাসিম হোসেন (১৬) নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তার পায়ে ধাতব কিছু লাগে। পরে তা তুলে দেখে বোঝা যায়, সেটি একটি রাইফেল। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে জানায়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাইফেলটি উদ্ধার করে। পরে নদীর পাড়ে তল্লাশি চালিয়ে পুলিশ একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলিও পায়। বর্তমানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানায় সংরক্ষিত রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, রাইফেলটি মুক্তিযুদ্ধকালীন সময়ের নাকি পরবর্তী সময়ের, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন।