কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে দুর্গম চরাঞ্চলের পঁচিশজন অসহায় দরিদ্র মহিলাদের অংশগ্রহণে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।
মঙ্গলবার(২১অক্টোবর) দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশম মৌজায় তিস্তা নদীর মধ্যচরে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের রাজারহাট শাখা ব্যবস্থাপক জাহেদুল হক, রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো: আসাদুজ্জামান,প্রশিক্ষক শ্রীমতি কল্পনা রানী,সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম