সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মসজিদের অজুখানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০


প্রকাশ :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে এই সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল থেকে ৬ জনকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে নসু হাজির পরিবারের সঙ্গে দুলাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সোমবার দুপুরে দুলাল মিয়া পুলিশ নিয়ে এসে নির্মাণ কাজ বন্ধ করেন। এ সময় নসু হাজির পরিবারের কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর দুলাল মিয়ার অনুসারীরা পুলিশের সামনে হামলা চালায়, যা সংঘর্ষে রূপ নেয়।

কসবা থানার ওসি রিপন দাস জানিয়েছেন, সংঘর্ষে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।