সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় এক ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের তমেরচৌপুতি এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি দক্ষিণ সিন্দুর্না এলাকার আফছার আলীর ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ওই এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে পুলিশ নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। এ সময় বালু ও পাথর পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়।

অভিযানকালে জাহিদুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তিনি অপরাধের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে প্রমাণের অভাবে ট্রলি চালককে খালাস দেওয়া হয়।

হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”