সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ দোকান ভস্মীভূত


প্রকাশ :

চাঁদপুর সদর উপজেলার বাগাদি এলাকায় একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনের তৈরি সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা ব্রিজসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর বিভাগের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, “সকাল ৮টার দিকে খবর পেয়ে আমরা সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছি। প্রায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং সোয়া ৯টার দিকে সম্পূর্ণ নিভে যায়।”

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা যায়, খোকন রাজার খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিং দোকান ও সাকিব আলমের কম্পিউটার ও স্টেশনারি দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব আলম জানান, “আমার দোকানে থাকা দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন পুরোপুরি পুড়ে গেছে।” একইভাবে তানমুল ইসলাম বলেন, “দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস আগুনে নষ্ট হয়েছে। দোকানে এখন কিছুই অবশিষ্ট নেই।”

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সময় হোটেলে অনেক লোকজন ছিল। হঠাৎ আগুন দেখা দিলে সবাই দ্রুত বেরিয়ে আসে, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, “তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে, তবে আপাতত প্রাথমিক ধারণা প্রায় নয় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।”

 দ্রুত ফায়ার সার্ভিসের পদক্ষেপ না থাকলে আগুন পুরো মার্কেটেই ছড়িয়ে পড়তে পারত বলে জানান স্থানীয়রা।