রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেপ্তার


প্রকাশ :

টাঙ্গাইলের সখীপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফজলু মিয়া (৪০) নামে শ্রমিক দলের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার নলুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৮ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, প্রযুক্তির সহায়তায় ফজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শিশুটির মা গত মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সখীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ঘটনার দিন সকালে শিশুটিকে নিয়ে তার মা মাদ্রাসার পথে বের হন। পথে ফজলু মিয়ার সঙ্গে দেখা হলে তিনি মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। শিশুর মা রাজি হলে ফজলু মিয়া মেয়েটিকে নিয়ে যায় এবং কিছু দূর গিয়ে সড়কের পাশের ঝোঁপে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে শিশুটি মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছে ঘটনাটি জানায়। শিক্ষকরা দ্রুত শিশুটির পরিবারকে খবর দেন। পরে শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

এসআই আবুল কাশেম বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত মিলেছে। তবে চূড়ান্ত ডাক্তারি প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মতিন মিয়া জানান, ঘটনার পর সংগঠনের সিদ্ধান্তে ফজলু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।