রংপুর বিভাগের ৮ জেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) তাদের ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সিএইচসিপি অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি রায়হান ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রধান, রংপুর জেলা সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র সেন, নীলফামারী জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জলঢাকা উপজেলা সভাপতি নিরঞ্জন বাবু, সিএইচসিপি সাহাবুল আলমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকায় মাতৃ ও শিশুস্বাস্থ্যসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন সিএইচসিপিরা। তাদের এই ভূমিকা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়েছে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
তবে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং চাকরিতে নানা বঞ্চনার শিকার হচ্ছেন।
বক্তারা অবিলম্বে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন-ভাতা চালু করা, নিয়োগের পর থেকে ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধ করা, পুরাতন কর্মীদের সাড়ে পাঁচ বছরের বকেয়া বেতন দেওয়া, সিএইচসিপি পদকে ১২তম গ্রেডে উন্নীত করা, সকল কর্মচারীর পে-ফিক্সেশন ও ইনক্রিমেন্ট বাস্তবায়ন, চাকরির প্রবিধানমালা প্রণয়ন, সাধারণ ভবিষ্যৎ তহবিল চালু, প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য রক্ষণাবেক্ষণ ও মেরামতের নির্দিষ্ট বাজেট বরাদ্দ এবং ন্যূনতম এক বছর মেয়াদী ইন-সার্ভিস প্রশিক্ষণ চালুর দাবি জানান।