রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইচএসসি পরীক্ষার ফলাফলে ভাল করেছে


প্রকাশ :

এইচএসসি পরীক্ষার ফলাফলে ভাল করেছে রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পরীক্ষার ফলাফল পাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উচ্ছাস প্রকাশ করে। এ বছর এইচএসসি পরীক্ষায় রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষা অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। রংপুর সরকারী কলেজে ১ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ২৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৪৯ জন। কারমাইকেল কলেজে ৯৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন।

রংপুর সিটিকলেজে ৬৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ৮৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৮৮ জন। রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৭৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮২ জন। শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদান ও দিক-নির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতায় ভাল ফলাফলের কারণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের কৃতী শিক্ষার্থী সিয়াম হাসান বলেন, “সকাল থেকেই ফলাফল নিয়ে টেনশনে ছিলাম। দশটা বাজার পর ওয়েবসাইটে জিপিএ-৫ পেয়ে গর্বে বুকটা ভরে যায়।বেশি খুশি হয়েছেন আমার বাবা-মা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার স্বপ্ন আছে। শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম জালাল উদ্দিন আকবর বলেন, “বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যখন অনেকটাই পাঠবিমুখ ছিল, তখন আমাদের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনেন। নিয়মিত ক্লাস, মূল্যায়ন ও মানসম্মত পাঠদানের ফলেই এমন সাফল্য এসেছে।কৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। বোর্ডের ৬৬৬টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।যার মধ্যে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি।