সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পূর্বাচল প্লট মামলায় আরও ৯ জনের সাক্ষ্য, হাজির হননি হাসিনা-রেহানা-টিউলিপ


প্রকাশ :

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা তিনটি মামলায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আরও নয়জন সাক্ষ্য দিয়েছেন।

ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পৌরকর শাখার অঞ্চল-১ এর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তৈয়বা রহিম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেশমা এবং রেভিনিউ সুপারভাইজার দেওয়ান মো. সাঈদসহ নয়জন কর্মকর্তা।

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন সাংবাদিকদের জানান, আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকও দেশের বাইরে রয়েছেন। পলাতক থাকার কারণে তাদের পক্ষের আইনজীবীরা আদালতে সাক্ষীদের জেরা করতে পারছেন না।

গত ৩১ জুলাই এই মামলাগুলোতে শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের সন্তানসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এর আগে বিভিন্ন সময়ে ৪২ জন সাক্ষ্য দিয়েছেন।

দুদক জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বর মাসে অনুসন্ধান শুরু হয়। পরে জানুয়ারিতে শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ২৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে সংস্থাটি।

দুদকের অভিযোগ, সরকারি ক্ষমতার অপব্যবহার করে যোগ্যতার শর্ত পূরণ না করেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন।