সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

"পরিবারকে ফাঁকি দিয়েছি, দলকে দিইনি"- জাহাঙ্গীর আলম


প্রকাশ :

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম বুধবার (১৫ অক্টোবর) বিকালে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রমণীমোহন মেমোরিয়াল সরকারি হাই স্কুল মাঠে এক বিশাল জনসভায় আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি আমার পরিবারকে ফাঁকি দিয়েছি, আমার সন্তানদেরকে ফাঁকি দিয়েছি। কিন্তু আমার দলকে ফাঁকি দিইনি।” এই সময় উপস্থিত নেতাকর্মীরাও আবেগে ভাসেন এবং দাঁড়িয়ে তাকে সমর্থন জানান। সমাবেশ শ্লোগানে মুখরিত হয়, নেতাকর্মীরা উচ্চস্বরেই বলেন, ‘জাহাঙ্গীর ভাই এগিয়ে চল’।

জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত। তিনি টানা তিনবার চন্দ্রপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং এর আগে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

সভায় বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।