সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাশের হার কমে ৫৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬২৬০ শিক্ষার্থী


প্রকাশ :

সারা দেশের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডেও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। এই বোর্ডে গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার কমেছে উভয় হারই। বরাবরের মতো এবারও মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান, ২০২৫ সালে এই বোর্ড থেকে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ৮৮২ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়—

বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৬৫১ জনের মধ্যে পাশ করেছে ১৯ হাজার ৫২৬ জন (পাশের হার ৭৬.১২%)।

মানবিক বিভাগে ৭২ হাজার ৮৩৩ জনের মধ্যে পাশ করেছে ৩৮ হাজার ২৪১ জন (৫২.৫১%)।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪০৭ জনের মধ্যে পাশ করেছে ৩ হাজার ১১৫ জন (৪২.০৫%)।

গত সাত বছরের পরিসংখ্যানে দেখা গেছে, এবার পাশের হার সবচেয়ে কম। ২০২৪ সালে পাশের হার ছিল ৭৭.৫৬ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৪৮ শতাংশ, ২০২২ সালে ৭৯.০৮ শতাংশ, আর ২০২১ সালে ছিল ৯২.৪৩ শতাংশ।

একইভাবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর ১৪ হাজার ২৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার সংখ্যা নেমে এসেছে ৬ হাজার ২৬০ জনে।

ছেলেদের তুলনায় মেয়েদের ফল এবারও ভালো। মেয়েদের পাশের হার ৬১.৯২ শতাংশ, ছেলেদের ৫২.৬৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যেও মেয়েরাই এগিয়ে—৩ হাজার ৪৮৬ জন মেয়ে, আর ২ হাজার ৭৭৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।