ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জুয়েল মিয়া (৩২), পতি মিয়া (৪৫) ও সজল মিয়া (২০)।
বিজিবির সূত্রে জানা গেছে, দুই-তিন দিন আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিদ্যাবিল সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, গরু পাচারের উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন। স্থানীয়রা গরু চোর সন্দেহে তাদের ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ বর্তমানে ত্রিপুরার খোয়াই জেলার সাম্পাহার থানায় রাখা হয়েছে।