মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় বিশ্ব হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা


প্রকাশ :

হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্য সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে দিবসটি উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম মিয়া।

 এ সময়  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকি-উ-জামান মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা শিরিন,টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়নের বিএনপির সদস্য সচিব আশরাফ আলী, সহকারী শিক্ষক, সাংবাদিক ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।