আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৬ অক্টোবর) স্বর্ণের নতুন মূল্য ঘোষণা করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।
বাজুস জানায়, তেজাবি বা পিওর স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। স্বর্ণ বিক্রয়ের সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার মান ও ডিজাইনভেদে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।
চলতি বছরে এখন পর্যন্ত ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৭ বার বেড়েছে, আর কমেছে ১৮ বার। গত বছর ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার ছিল বৃদ্ধিমূলক।