চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন মারকইল-সাহাপুকুর গ্রামের নওশাদ আলীর ছেলে মিলন (৬০) ও আলম (৫৫)।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সাবেক বিএনপি সাংসদ আমিনুল ইসলামের সমর্থক ও বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। আহতদের মধ্যে মিলন ও আলম পরে হাসপাতালে মারা যান।
ওসি বলেন, এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিএনপি নেতারা দাবি করেছেন, ঘটনাটি রাজনৈতিক নয়, স্থানীয় বিরোধের জের ধরেই সংঘর্ষ ঘটেছে।