সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৫৮ জন


প্রকাশ :

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৮ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে সর্বাধিক রোগী ঢাকায় শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়—ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৫৮ জন, বরিশালে ১৩৩ জন, চট্টগ্রামে ৮৫ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৫০ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ১৯ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যথাক্রমে ১০২ ও ১০০ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৭৬৪ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজারেরও বেশি মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জনে।