সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বাকবিশিসের মানববন্ধন-সমাবেশ


প্রকাশ :

রংপুরে ঢাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে কর্মসূচীতে বাকবিশিসের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি অধ্যক্ষ জাহানারা বেগম, মোহাম্মদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতকরা ২০ ভাগ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের শতকরা ৭৫ ভাগ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারীর দাবী জানিয়েছে। তারা ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী পালন করলেও মানুষ গড়ারকারিগর শিক্ষকদের উপর পুলিশ হামলা করে রক্তাক্ত করেছে। 

যারা মানুষকে জনসম্পদে রুপান্তরকরে তাদের উপর হামলা এ জাতি মেনে নেবে না। সরকার বিভিন্ন খাতে কোটি কোটি টাকা অর্থ খরচ করলেও শিক্ষা খাতের প্রতি অবহেলা করছে। অবিলম্বে শিক্ষকদের দাবী মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে হামলাকারী পুলিশসদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। এরপর প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিলন গরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।