চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল এলাকায় এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “রবিবার আমিনুল ইসলামের এক সমর্থক তরিকুলকে প্রতিপক্ষ মারধর করে। এর জের ধরেই মঙ্গলবার ফের সংঘর্ষের ঘটনা ঘটে।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
এদিকে, সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক নয় বলে দাবি করেছেন দুই পক্ষের স্থানীয় নেতারা। তাদের ভাষ্য, এটি কেবল স্থানীয় বিরোধের জের ধরে সংঘটিত হয়েছে।