রংপুরে ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের উপর দুস্কৃতিকারীদের হামলা ও টিচার্স লাউঞ্জ ভাংচুরের প্রতিবাদে কালোব্যাচ ধারণকরে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সরকারী বেগম রোকেয়া কলেজ প্রাঙ্গনে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মাহফিজুল আনাম, সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম, প্রভাষক ইলোরা আল মেহেদিনীসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, ৭টি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে সোমবার ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা আন্দোলন করলে কিছু উশৃঙ্খলা শিক্ষার্থী ও বহিরাগতরা তাদের উপর হামলা চালায়।
এ হামলায় বাঁধা দিলে শিক্ষকদের শারীরিক ভাবে লাঞ্ছিত করে তারা। সেই সাথে ঢাকা কলেজের শিক্ষক লাউঞ্জ ভাংচুর করা হয়। সরকারী বেগম রোকেয়া কলেজের শিক্ষকরা এর প্রতিবাদসহ অপরাধীদের গ্রেফতারকরে শাস্তির দাবী জানিয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছি।
এতে করে কলেজের ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া শিক্ষা ক্যাডার ভুক্ত সকল কর্মকর্তা, শিক্ষাবোর্ডসহ প্রত্যেক দপ্তরেও এই কর্মবিরতি পালিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজসহ সর্বক্ষেত্রে শিক্ষা খাতে চরম বৈষম্য করাহচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া মাত্র ১ হাজার টাকা বৃদ্ধি করতে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। অথচ তাদের কিভাবে ঢাকায় মারধর করা হয়েছে তা সবাই দেখেছে। শিক্ষকরা প্রচুর কাজ করলেও তারা কিছু সরকারী দপ্তরের পিয়নের চেয়ে কম বেতন পান।
শিক্ষকদের উপর এমন লাঞ্ছনা সহ্য করারমত নয়। আমরা চাই দ্রুত শিক্ষা খাতকে বৈষম্যমুক্ত করা হোক। এ সময় ঢাকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষকরা দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচী অব্যহত রাখার কথা জানান।