রংপুরে অ্যানথ্রাক্সের সংক্রমণ রোধে ছাড়পত্র ছাড়া পশু জবাই বন্ধের আদেশ জারীকরেছে প্রশাসন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, রংপুর জেলার বিভিন্ন স্থানে গবাদী পশুতে অ্যানথ্রাক্স রোগের প্রার্দূভাব দেখা দিয়েছে।
এ রোগপশু থেকে মানুষে ছড়ানোর শংঙ্কায় একটি আদেশ জারীর মাধ্যমে গঙ্গাচড়া উপজেলার মাংস ব্যবসায়ীদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল থেকে পর্যবেক্ষন বা ছাড়পত্র ছাড়া পশু জবাই না করার নির্দেশ দেয়া হয়েছে।
ছাড়পত্রছাড়া পশু জবাই প্রমাণিতহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।
উল্লেখ্য, রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ রয়েছে এমন ৫৩ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।
আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। রংপুরে ছড়িয়ে পড়া অ্যানথ্রাক্সটি কিউটিনিয়াস অ্যানথ্রাক্স। এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না বলে মারাত্মক নয় দাবী স্বাস্থ্য বিভাগের।