রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রোটারি ক্লাবের সভায় জেলা ইউনিট কমান্ডের আহবায়ককে অভিনন্দন


প্রকাশ :

১৩ই অক্টোবর সন্ধ্যায় রোটারী ভবনে রোটারী ক্লাব অফ লালমনিরহাট এর সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার কাসেম আলী।

 সাপ্তাহিক সভায় রোটারী ক্লাব অব লালমনিরহাটের পাস্ট প্রেসিডেন্ট (পিপি) মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহবায় বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু উপস্থিত হলে ক্লাব সদস্যরা তাকে করতালি দিয়ে স্বাগত ও পরে অভিনন্দন জানান। রোটারি ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দিলে তিনি আজকের এই সাপ্তাহিক সভাটিকে সংবর্ধনা ও সম্মাননা সভা হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ জানান। 

 সাপ্তাহিক সভায় রোটা: পি পি অ্যাডভোকেট শামসুল হক, এড চিত্তরঞ্জন রায়, পি পি হোসেন পিপি লিয়াকত আলী ভূঁইয়া, রোটা অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলাম, পিপি ও রিপসা টিমের প্রতিনিধি রফিকুল ইসলাম, আই পিপি মনজুর আলম,আব্দুল মজিদ, আলেয়া ফেরদৌসী লাকি,ক্লাব সেক্রেটারি রোটাঃআব্দুল মান্নান, রোটা: মাজেদ মাসুদ,রোটা:জেসমিন খুশি সহ অন্যান্য রোটারিয়ান বৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় প্রতি মাসে ফ্রি মেডিকেল, দরিদ্র শিক্ষার্থী ও পরিচয়বিহীন বাচ্চাদের সেফ হোমে সহায়তা প্রদান,কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পে আওতায় দরিদ্র জনগোষ্ঠী মাঝে আর্থিক অনুদান প্রদান সহ বিভিন্ন প্রকল্প বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।