রংপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লালবাগে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রনজিৎকুমার মুখার্জী।
বক্তব্য রাখেন উপদেষ্টা রফিকুজ্জামান পুলু, সাইদুল ইসলাম, আতোয়ারুজ্জামান পটু, সহ-সভাপতি আব্দুল মতিন বাবু লাল, জামিল হোসেন স্বাধীন এবং সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রিন্সসহ অন্যরা।
‘স্মৃতিতে সেতু’ শীর্ষক স্মৃতিচারণ পর্বে সংগঠনের ইতিহাস, ঐতিহ্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। এরপর প্রয়াত সংগঠকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা জোবায়েদ হোসেন পলাশ ও মাহমুদুন্নবী বাবুল।