রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মায়ের ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা


প্রকাশ :

রাজশাহীর চারঘাটে মায়ের ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বখতিয়ার (১২) নামে এক স্কুলছাত্র। 

রোববার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকাল ৫টার দিকে বখতিয়ার মোক্তারপুর মধ্যপাড়ায় তার বড় বোন দিপ্তির বাড়িতে বেড়াতে যায়। এ নিয়ে তার মা দিলারা বেগম বখতিয়ারকে বকাঝকা করেন।

এরপর কোনো কিছু না বলে বখতিয়ার মোক্তারপুর মন্ডলপাড়া মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়িতে এসে নিজ ঘরে অবস্থান করছিল। এশার নামাজ পড়তে যাওয়ার জন্য তার বাবা শরিফুল ইসলাম ডাকতে গেলে দেখে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ। বাবার ডাকাডাকির পর ছেলের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের তীরের সঙ্গে বাঁধা ওড়নায় বখতিয়ারের দেহ ঝুলছে। 

সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগীতায় বখতিয়ারকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চারঘাট মডেল ওসি মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।