সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সাপ্টিবাড়ী কলেজে দুর্নীতি-অভিযোগে সহকারী অধ্যাপকের বিরুদ্ধে মানববন্ধন


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও জমি দখলের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা এবং সাবেক সভাপতি রুহুল আমিন সরকার।

রবিবার (১২ অক্টোবর) সকালে কলেজের মূল ফটকের সামনে এসব অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কলেজের সাবেক শিক্ষার্থী, অভিভাবক, বর্তমান ছাত্রছাত্রী ও স্থানীয় জনতা।

মানববন্ধনকারীরা ৮ দফা দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দিতে হবে এবং কলেজে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে তারা সহকারী অধ্যাপক রফিকুল আলমের চাকরিচ্যুতি ও বিচারের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, রফিকুল আলম গত ১৫ বছর ধরে নিয়মিত ক্লাস না করেও বেতন ভোগ করছেন। তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি কলেজে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পরও সেই প্রভাব খাটিয়ে বহাল রয়েছেন বলে অভিযোগ ওঠে।

এছাড়া রফিকুল আলম, রেজাউদ্দৌলা রাঙ্গা ও রুহুল আমিন সরকার যৌথভাবে শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে প্রায় ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ এবং কলেজ তহবিল থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

অভিযোগকারীরা আরও জানান, প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা কলেজের প্রায় ২৯ শতাংশ জমি অবৈধভাবে দখল করে চাষাবাদ করছেন, কিন্তু সেই জমির আয় কলেজের তহবিলে জমা হচ্ছে না। ফলে কলেজের আর্থিক ক্ষতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা ক্রমেই বাড়ছে।

পরে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।