রংপুরে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, জুলাই গণহত্যার বিচারের দাবী জানানো হয়। এতে অংশ নেন, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জামায়াত নেতা রায়হান সিরাজী, অ্যাড. কাওছার আহমেদসহ অন্যরা।
নেতৃবৃন্দরা বলেন, জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো ৫ দফা যৌক্তিক দাবীতে আন্দোলন করে যাচ্ছে। অথচ সরকার সেইসব দাবীকে উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের আগে এই ৫ দফা দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে আমরা বাধ্য হবো। গণমিছিলটি নগরীর শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।