সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন


প্রকাশ :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম এবং সদস্য সচিব এম. এ কাশেম স্বাক্ষর করে লালমনিরহাট সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। সম্প্রতি জেলা ইউনিট কমান্ডের সভায় এ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলার কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা খাজের আলীকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা এবং সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক এবং বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান।

এই অনুমোদনের কপি মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জেলা ইউনিট কমান্ড থেকে পাঠানো চিঠিতে বলা হয়, দীর্ঘদিন পর নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কমিটি সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।