সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


প্রকাশ :

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) গত ০৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে একটি র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব  সাইদুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা সেবা অধিদফতরের মহাপরিচালক  সাইদুর রহমান খান এবং নারী সংস্কার কমিশনের সদস্য ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার। বক্তাগণ জাতীয় পর্যায়ে প্রবীণ সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রবীণদের নেতৃত্ব, অংশগ্রহণ ও অবদানের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খান। তিনি বলেন- প্রবীণরা সমাজের এক অভিজ্ঞ জনগোষ্ঠী, যারা ইতিমধ্যেই সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, এখন সমাজ ও রাষ্ট্রের বড় দায়িত্ব হলো- দেশের সার্বিক উন্নয়নে তাদের অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগানো। রিক মনে করে- প্রবীণ নারী-পুরুষসহ সকল বয়সীদের অংশগ্রহণে কেবলমাত্র একটি সম্মিলিত টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব, যার ফলশ্রুতিতে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া প্রবীণ জনগোষ্ঠী আর্থিক ও সামাজিকভাবে স্বচ্ছল থাকবে, সময়মত সুচিকিৎসা পাবে এবং সর্বোপরি তাদের সামাজিক সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠার সফল বাস্তবায়ন ঘটবে।

আন্তর্জাতিক প্রবীন দিবসে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হেসেন মাসিক মিয়া হল রুমে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশেষ আলোচক এফআরইবি এর সভাপতি মেজর জেনারেল (অবঃ)  জীবন কানাই দাস। কী নোট উপস্থাপন করেন আইএসজিওপি প্রকল্প রিক এর জাতীয় সমন্বয়কারী তোফাজ্জেল হোসেন । এতে আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের প্রবীন ও নবীন সদস্যবৃন্দে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাংলাদেশে বিগত ৩৫ বছর ধরে প্রবীণদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জাতীয়ভাবে প্রবীণ ইস্যুকে সরকারের নীতিমালায়, সুশীল সমাজের কর্মকান্ডে এবং পারিবারিক ও সামাজিক পরিসরে গুরুত্ব দিয়ে তুলে ধরার কাজে রিক সঞ্চালকের ভূমিকা পালন করে আসছে। একই সাথে জাতীয় কর্মকান্ডের সাথে আন্তর্জাতিক কর্মসূচির মেলবন্ধন ঘটিয়ে চলেছে। রিক নিজেদের প্রবীণ বিষয়ক কাজের পাশাপাশি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ঘোষিত সকল দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় দেশের শহর এবং গ্রামীণ প্রবীণদের নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকে। রিকের সম্পৃক্ততার কারণে বাংলাদেশের ক্রমবর্ধমান এই প্রবীণ জনগোষ্ঠীর প্রতি আজ সরকারি-বেসরকারি সংস্থার নজরে এসেছে। বাংলাদেশে পরিবার, কমিউনিটি, সরকার, সুশীল সমাজ ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে একটি প্রবীণবান্ধব ও টেকসই সমাজ গড়ে তোলার লক্ষ্যে রিক কাজ করছে। সম্প্রতি রিক জার্মান উন্নয়ন সংস্থার সহায়তায় 'ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্র স্ট্রেনদেন্দ ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ' শীর্ষক একটি কার্যক্রম হাতে নিয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে- নবীন-প্রবীণের সম্মিলিত উদ্যোগে সমাজভিত্তিক 'আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব' গঠনের মাধ্যমে প্রবীণদের আয় নিরাপত্তা, স্বাস্থ্যসেবায় অভিগম্যতা বাড়ানো ও উন্নয়নে প্রবীণ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে নবীনদের শক্তি ও উদ্যম এবং প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতাকে একত্রে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো।