বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)রাজারহাট উপজেলা শাখার নতুন দলীয় কার্যালয় এর শুভসূচনা হয়েছে।
বৃহস্পতিবার(০৯অক্টোবর)দুপুরে উপজেলা শহর হতে উপজেলা পরিষদ গামী সড়কে পাশে নতুন দলীয় কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা,জেলা বিএনপির সদস্য সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ২ আসনে দলীয় প্রতীক প্রত্যাশীত পদপ্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম,সদস্য সচিব সাইদুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,নজরুল ইসলাম,শহিদুল ইসলাম ব্যাপারী,যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক,যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,সদস্য সচিব নয়ন আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী প্রমুখ।