লালমনিরহাটে জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলার গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
চরকুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। তিনি বিদায়ী বক্তৃতায় কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং লালমনিরহাট সদর উপজেলার শিক্ষক সমাজের আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করেন। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, “কর্মজীবনের শেষ প্রান্তে এসে লালমনিরহাটে যে ভালোবাসা পেয়েছি, তা আজীবন হৃদয়ে অমলিন থাকবে।” তাঁর এই কথায় উপস্থিত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিনেশ চন্দ্র রায়, খোড়াগাছ দাখিল মাদ্রাসার সুপার মতিয়ুর রহমান, বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির প্রাক্তন সম্পাদক আব্দুল মজিদ মণ্ডল, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ মণ্ডল, খেতাবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন, দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেলাল হোসেন, কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক নুর-ই-ইসলাম সরকার, ভুঁড়িধোয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আবুল বাসার, চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদার রহমান, ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আঞ্চলিক উপ-কমিশনার মোঃ রাজিবুর রহমান, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউট সম্পাদক মোঃ একরামুল হক সরকার এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। সকল শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী জেলা শিক্ষা অফিসারকে স্মারক ক্রেস্ট সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।