রংপুর নগরীতে ইসলামী ব্যংাকে এস আলম গ্রুপের নিয়োগ করা অবৈধ কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ অবিলম্বে বাতিল এবং চাকুৃরী প্রার্থীদের মেধা ভিত্তিক নিয়োগের দাবীতে সোমবার সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন হয়েছে। এসময় ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের নিয়োগ করা সকল অবৈধ কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ অবিলম্বে বাতিল করার দাবী জানানো হয়।
ইসলামী ব্যংাক গ্রাহক ফোরাম এবং বৈষম্য বিরোধি চাকুরী প্রত্যশী পরিষদ এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের আয়োজন করে। সোমবার সকাল ১০টায় রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় অবস্থিত ইসলামী ব্যংাক বাংলাদেশ রংপুর শাখার সম্মুখে এবং ধাপ এলাকায় অবস্থিত ইসলামী ব্যংাক বাংলাদেশ ধাপ শাখার সম্মুখে পৃথক এই বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যংাক বাংলাদেশ রংপুর শাখার সম্মুখে বিক্ষোভ এবং মানববন্ধন চলাকালীন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যংাকের গ্রহক জিল্লুর রহমান মুন্সী, হোসাইন আহমেদ বাবুল, মোহাম্মদ আনোয়ার আলী, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ রেজাউল করিম, চাকুরী প্রত্যাশী মোহাম্মদ মানসুরুল হাসান, মোহাম্মদ সামসুল ইসলাম সহ অন্যন্যরা।
ইসলামী ব্যংাক বাংলাদেশ ধাপ শাখার সম্মুখে বিক্ষোভ এবং মানববন্ধনের পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যংাকের বিশিষ্ট গ্রাহক মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ আজাদী, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহিল হাফিজ প্রমুখ।