এক নীরব সংগ্রামী, ৪ অক্টোবর, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মজলুম জননেতা মাওলানা ভাসানীর সহধর্মিণী আলেমা খাতুন ভাসানীকে, যাঁর ২৪তম মৃত্যুবার্ষিকী।
জয়পুরহাটের এক প্রভাবশালী জমিদার পরিবারে জন্ম নেওয়া এই বিদুষী নারী ১৯২৩ সালে ভাসানীর সহধর্মিণী হন। আজীবন তাঁর রাজনৈতিক ও সামাজিক সংগ্রামে ছিলেন অবিচল সঙ্গী।
ব্রিটিশ শাসনের কঠিন সময়ে তিনি শুধু একজন স্ত্রীর ভূমিকা পালন করেননি — বরং ছিলেন এক সাহসিনী। যিনি লুকিয়ে রেখেছেন স্বামীকে, আশ্রয় দিয়েছেন মানুষকে, আর গড়েছেন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ।
তিনি ভাসানী ন্যাপের সভাপতির দায়িত্বও পালন করেছেন— যা নারী নেতৃত্বের এক অনন্য ইতিহাস হয়ে আছে।
২০০১ সালের এই দিনে, তিনি আমাদের ছেড়ে চলে যান। সমাহিত হয়েছেন টাঙ্গাইলের সন্তোষে, মাওলানা ভাসানীর পাশে। তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখছে “আলেমা খাতুন ভাসানী হল”, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই সংগ্রামী নারীকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আমরা স্মরণ করি।