লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাটের জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) দুপুরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকনউদ্দিন বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সাহা,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র ও দুই উপজেলার হিন্দু সম্প্রদায়ের ২০৫টি পূজা মন্ডপের উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “এবারের দুর্গাপূজা আমরা ভীষণ আনন্দের সঙ্গে উদযাপন করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে আমরা কৃতজ্ঞ।”