সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ২টি গ্রাম। রবিবার (৫ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে আঘাত হানে আকস্মিক ঘূর্ণিঝড়। প্রচণ্ড বাতাস আর বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক ঘরবাড়ি, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি।

স্থানীয়রা জানান, সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করেই কালো মেঘ জমে প্রচণ্ড শব্দে নেমে আসে ঘূর্ণিঝড়। এই ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তারা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, “অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে রয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, “বিধ্বস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন চলছে। দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”