সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হিউম্যানিস্ট সোসাইটির বিশ্ব অহিংস দিবস উদযাপন


প্রকাশ :

বিশ্বজুড়ে অহিংস আন্দোলনের অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়া ও একটি যুদ্ধবিহীন, শান্তিপূর্ণ পৃথিবীর আহ্বানে 'দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট'-এর বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিস্ট সোসাইটি আয়োজন ৪অক্টোবর ঐতিহাসিক সোনারগাঁ এলাকায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে  বিশ্ব অহিংস দিবস পালিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পানাম নগরীতে শান্তিপূর্ণ মানববন্ধন ও বর্ণাঢ্য  রেলি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিশুদের মাঝে পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে প্রায় ৫০টি ফলদ গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সমাজে অহিংসতার চেতনা ছড়িয়ে দেওয়া এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে মানবিক উন্নয়নের পথে সকলকে উদ্বুদ্ধ করা।

বক্তারা বলেন, বিশ্বজুড়ে সহিংসতা ও যুদ্ধের করাল গ্রাসে নিরীহ মানুষ প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না যুদ্ধ ও হত্যাযজ্ঞ থেকে। এ প্রেক্ষাপটে অহিংসার চেতনা আরও বেশি প্রয়োজন। কারণ, অহিংসার পথই মানবিক বিকাশের ভিত্তি এবং একটি সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গঠনের অন্যতম সঠিক দিকনির্দেশনা।

উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ‘দ্য কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট-এর আন্তর্জাতিক সমম্বয়ক এ কে এম শামসুদ্দোহা পাটোয়ারি, মিজানুর রহমান পাশা,  বাংলাদেশ চ্যাপ্টারের বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম জসিম, নির্বাহী কমিটির সমম্বয়ক আইয়ুব আনসারী। উপ-সমন্বয়ক ও হিউম্যানিস্ট সোসাইটি’র সভাপতি সেলিম রেজা, নির্বাহী সদস্যবৃন্দের গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, মমতাজ উদ্দিন খোকন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও মহাসচিব মিজানুর রহমান মিজান।বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন–এর চেয়ারম্যান ড. আতাউর রহমান ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি যুদ্ধ বন্ধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য জাতিসংঘের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

সমাপ্তিতে আহ্বান জানানো হয়—“আসুন, হাতে হাত রেখে গড়ে তুলি এক সহিংসতামুক্ত বিশ্ব। অহিংসাই হোক আমাদের শক্তি, আমাদের ভাষা।” শান্তি আনন্দ শক্তি হচ্ছে হিউম্যানিস্টদের মূল স্লোগান।