লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের পালপাড়া গ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুশীলা কর্মকার (৫৫) ওই গ্রামের স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী। ঘটনায় তার ছেলে নিমাই কর্মকার (২৮)-কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যান। এ নিয়ে শনিবার রাতে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে নিমাই বড়বাড়ী বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দুজনকে আঘাত করে।
খবর পেয়ে মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে ঘটনাস্থলে গেলে ক্ষিপ্ত নিমাই ধারালো ছুরি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিমাই কর্মকারকে গ্রেপ্তার করে।
নিমাইয়ের ভাবি জানান, তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। আগে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। স্ত্রী বাড়ি ছেড়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটিয়েছে।
এলাকার এক প্রতিবেশী বলেন, নিমাই আগে থেকেই মানসিক রোগে আক্রান্ত ছিল। বাজারে গিয়ে মানুষকে আঘাত করার পর মা তাকে শান্ত করতে গেলে তাকেই ছুরি মেরে হত্যা করে। এ ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সে মানসিক রোগী কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”