বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে ঢাকার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শানে গাওসে পাক (র.) ও জামে আওলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতু সালাম সম্মেলন। এতে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
সম্মেলনে আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহ ও তাঁর প্রিয় হাবীব (সা.)-এর উদ্দেশ্যে আওলিয়া কেরামকে ভালোবাসা ও তাদের পথে চলা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সত্য ও মানবতার দ্বীনের প্রতিষ্ঠা, জুলুমের অবসান এবং বাতিল শক্তির আগ্রাসন রুখতে হলে সব তরিকত, খানকা ও দরবারভিত্তিক সংকীর্ণতা থেকে বের হয়ে ঐক্যবদ্ধ সুন্নী মুভমেন্ট গড়ে তুলতে হবে। একই সঙ্গে মানবতার কল্যাণে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশনকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, “আল্লাহর নাম মুছে ফেলা নাস্তিকতার শামিল। ইসলামের নামে বিভ্রান্তি ছড়িয়ে তরুণদের বিপথে নেওয়া জঙ্গিবাদ, ওয়াবিবাদ, মওদুদিবাদ ও সালাফিবাদ ধ্বংসাত্মক শক্তি। এরা ধর্মের নামে সরল তরুণদের বলি দিচ্ছে এবং পরিবারগুলোকে ধ্বংস করছে।”
মাজার বিদ্বেষীদের ইসলামের শত্রু হিসেবে আখ্যায়িত করে আল্লামা হায়াত বলেন, মাজার ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র। আওলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া প্রকৃত ঈমান পূর্ণতা পায় না।
তিনি আরও বলেন, ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ছাড়া বাতিল শক্তি থেকে মুক্তি সম্ভব নয়, আর ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন ছাড়া মানবতার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা হবে না। এজন্য আল্লাহর প্রেম, প্রিয় নবীর শিক্ষা ও আওলিয়া কেরামের পথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।