রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে অসামাজিক কার্যকলাপসহ চাকুরী বিধি লংঘন করে অশ্লীন টিকটক বানিয়ে যুব সমাজের অবক্ষয়ে জড়িত নার্স হালিমা খাতুনকে ৪৮ ঘন্টার মধ্যে অপসরণসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে এগারোটা ঘটিকায় রাজারহাট প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন নার্স হালিমা খাতুনের বিরুদ্ধে হাসপাতালের নার্সরা লিখিত অভিযোগ করেছে যাহা অদৃশ্যকারনে তদন্ত করা হয়নি।হালিমা খাতুন হাসপাতাল ভবনেই চাকুরী বিধি লংঘন করে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রচার করেন। সম্প্রতি তিনি রাজারহাট উপজেলার দুইজন সাংবাদিক'কে নিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন যাহা উদ্দেশ্য প্রণোদিত।তাই দ্রুত নার্স হালিমা খাতুনকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি রাখেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহুরুল হক,রাজারহাট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ,বাগছাস সংগঠক আরিফুল ইসলাম,সাংবাদিক সোহেল রানা, সাংবাদিক রাসেদুল ইসলাম, এমরান হোসেন প্রমুখ।