লালমনিরহাটের পাটগ্রামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউট গ্রুপ সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) শহীদ আফজাল মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস পাটগ্রাম উপজেলার আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সহ-সভাপতি মোঃ অলিউর রহমান। উপজেলা সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি উত্তম কুমার দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার মঞ্জুর হোসেন, জেলা স্কাউট সম্পাদক ও তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার, জেলা স্কাউট লিডার শমশের আলী এবং জেলা কমিটি ও এএলটি প্রতিনিধি আনারুল হক খান।
এসময় আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলার স্কাউট কমিশনার, স্কাউট লিডারসহ স্থানীয় স্কাউট কর্মকর্তা-কর্মীরা।
সভায় মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট শতভাগ কার্যকর করা এবং অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হয়।
স্কাউট আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।