রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু শিবির


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে আদম ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে চোখের রোগ নির্ণয় ও চিকিৎসাপত্র দেওয়া হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা- পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রাজু। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল আলম, আরেফা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী বিল্লাহ, হাতীবান্ধা মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম, বাউরা আলিম মাদ্রাসার সুপার ফজলুল হক ও আদম ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুল হামিদ প্রমুখ।

চক্ষু শিবিরে প্রায় ৫ শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন। অলাভজনক ও সামাজিক এ প্রতিষ্ঠানটি সেবামূলক কাজ করে থাকে।